in

৭ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, চলতি অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ১ হাজার ২৯০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে। সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে। এরপর পর্যায়ক্রমে রয়েছে যুক্তরাজ্য, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইতালি।

বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ১ হাজার ২৯০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৪৩ কোটি ডলার, যুক্তরাজ্য থেকে ১৬১ কোটি ডলার, সৌদি আরব থেকে ১৬০ কোটি ডলার, যুক্তরাষ্ট্র থেকে ১৩৩ কোটি ডলার, ইতালি থেকে ৯০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

সংসদ সদস্য মামুনুর রশীদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (গত ১ জুলাই থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত) মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ৬ লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকার লেনদেন হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় লেনদেন বেড়েছে ২৪ দশমিক ৮৫ শতাংশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings