in

হানিমুনে পরমব্রত-পিয়া

গেল সপ্তাহের আলোচিত ঘটনা ছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর বিয়ে। পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনে নভেম্বর মাসের শুরু থেকে কানাঘুষা ছিল, সাত পাকে বাঁধা পড়ছেন তারা। এমনও শোনা গেছে, গোপনে তারা বিয়েটা সেরেও ফেলেছেন।

২৭ নভেম্বর সোমবার সকালেই শোনা যায়, বিয়ে করতে চলেছেন দুই বাংলার সুপরিচিত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সেদিন সন্ধ্যায় বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করেন পরমব্রত।

তাদের বিয়ে নিয়ে দুই বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনা চলছে। তবে এসবে মোটেও বিচলিত নন নবদম্পতি, নিজেদের মতো করে সংসার করছেন। চলে গেছেন মধুচন্দ্রিমায়।

বিয়ের পরদিন হাসপাতাল ভর্তি হন পিয়া। কিডনি স্টোনের অপারেশন সেরে বাড়ি ফিরেছিলেন গত ২৯ নভেম্বর। বিশ্রাম নিয়ে পাড়ি দিলেন দুজনে। মধুচন্দ্রিমা থেকে ছবিও শেয়ার করেন পরমের প্রিয়া! মধুচন্দ্রিমায় কোথায় গেলেন সময়ের আলোচিত এই দম্পতি?

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, এ মুহূর্তে আয়ারল্যান্ডে আছেন। সেখানেই সময় কাটছে তাদের। ইতিমধ্যেই ক্রিসমাসের উদ্‌যাপন শুরু হয়ে গিয়েছে ইউরোপে। নিজের ফেসবুকে ডাবলিনের বিখ্যাত মালাহাইড ক্যাসেলের ছবি শেয়ার করেছেন পিয়া। তাতে উঠে এল ক্রিসমাস ট্রি। ক্যাপশনে লেখা ‘ডাবলিনে ইতিমধ্যেই ক্রিসমাসের মৌসুম’।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন পিয়া চক্রবর্তী। ডাবলিনের ঠান্ডা থেকে বাঁচতে উষ্ণ পানীয়তে চুমুক দিচ্ছেন। অবশ্য পরমব্রতর ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব ছবির কোনোটিই নেই। সেখানে আছে শুধু কাজের খবর। পত্রিকায় প্রকাশিত খবরের ইমেজ কপি।

বিদেশি চিকিৎসক ইকার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল পরমের। একটা সময় পরম আর ইকার বিয়ের কথাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু নেদারল্যান্ডসের নাগরিকের সঙ্গে করোনাকালেই ভেঙে যায় পরমের সম্পর্ক।

সম্পর্ক ভেঙে যাওয়ার পর পরমব্রত তা নিয়ে খোলাখুলিই কথা বলেছিলেন। এরপর পরমের জীবনে আসেন পিয়া। সংগীতশিল্পী অনুপম রায়ের বিয়ে ভাঙার পেছনেও বারবার উঠে এসেছিল পরমব্রতর নাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings