চার দিন বিরতির পর সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
টানা কর্মসূচির মধ্যে সবশেষ মঙ্গল ও বুধবার ৩৬ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি।

এর আগের কয়েক দফায় টানা ৪৮ বা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি দিল সরকার বিরোধী এক দফা আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা জোট।
বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে কর্মসূচি থেকে বিরত ছিল দলটি।
ঢাকায় গত ২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংর্ঘষের পর থেকে কর্মসূচি দিয়ে আসছে দলটি।
এটি চতুর্থ দফা হরতাল কর্মসূচি। এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি করেছে।
GIPHY App Key not set. Please check settings