কয়েক দিন আগেই নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ঘোষণা দিয়েছিলেন, বছরের শেষ দিন প্রকাশিত হবে তার ‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। নির্মাতার সেই কথামতোই রোববার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সিনেমাটির পোস্টার। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা শরিফুল রাজকে। হালকা ছাই বর্ণের এক হুডিতে ধরা দিলেন রাজ।
পোস্টারটি শেয়ার করে নির্মাতা রাজ লিখেছেন, সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা ‘ওমর’। ‘ওমর’ সিনেমায় নাম ভূমিকার থাকছেন শরিফুল রাজ।
সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তাহসান-শ্রাবন্তীকে নিয়ে আলোচিত সিনেমা ‘যদি একদিন’। এরপর চলতি বছরের আগস্টে ‘ওমর’ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন এই নির্মাতা। এই সিনেমা দিয়েই ৫ বছর পর নতুন ছবি নির্মাণ করেছেন তিনি।

শরিফুল রাজ ছাড়াও এতে আরও অভিনয় করছেন—শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু, রোজী সিদ্দিকী, আবু হুরায়রা তানভীর প্রমুখ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটির চিত্রায়ণে আছেন রাজু রাজ। সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ ও স্যাভি (কলকাতা)। এটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশনস। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমা হলে ‘ওমর’ মুক্তি দিতে চান পরিচালক রাজ।
GIPHY App Key not set. Please check settings