বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়াতে রমজান মাসে সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়সীমা পুনঃনির্ধারণ করেছে সরকার।
নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ মোট ৫ ঘণ্টা সিএনসি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১২ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ১৯ এপ্রিল থেকে থেকে আগের মত সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধ থাকবে।
GIPHY App Key not set. Please check settings