in

মুশফিক–মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করলেন তামিম

বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। কিন্তু এতগুলো আসর পেরিয়ে গেলেও কখনো শিরোপাজয়ী দলে থাকা হয়নি তাদের। এবার তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালের হয়ে সেই অপূর্ণতা ঘুচে যায়।

দল জেতার সময় ক্রিজেই ছিলেন মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিম খানিক আগে আউট হয়ে যান। তবে জয় নিশ্চিতের পর ছুটে এসে উঠে পড়েন মাহমুদউল্লাহর কোলে।

পরে সংবাদ সম্মেলনে এসে দীর্ঘদিনের দুই সতীর্থকে শিরোপা উৎসর্গ করার কথা জানান তামিম অধিনায়ক তামিম ইকবাল।

তিনি বলেন, ‘আমি এখানে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ আসতে বলব।’ দুজনেই সেখানে যাওয়ার পর তামিম ফরচুন বরিশালের হয়ে জেতা বিপিএলের ট্রফিটা মুশফিক ও মাহমুদউল্লাহকে উৎসর্গ করার ঘোষণা দেন। এরপর যোগ করেন, ‘এটাকে আসলে মুশির ট্রফিই বলা যায়!’

অনুভূতি জানানোর সময় কেন মঞ্চে মুশফিক ও মাহমুদউল্লাহকে ডেকে নিলেন আর কেনই বা তিনি ট্রফি এ দুজনকে উৎসর্গ করছেন এবং ‘মুশির ট্রফি’ কেন বললেন, পরে সেই ব্যাখ্যাও দিয়েছেন তামিম।

বরিশালের অধিনায়ক হিসেবে অভিজ্ঞ মুশফিকের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছেন, সেটা তামিম তুলে ধরলেন এভাবে, ‘মুশি মাঠে অসাধারণ সবকিছু করেছে। সে ফিল্ডিং পরিবর্তন করেছে, আরও অনেকভাবে সাহায্য করেছে এবং এটাকে আমি মুশির ট্রফি বলব।’

তামিম এই প্রসঙ্গে আরও যোগ করেন, ‘আমি অধিনায়ক ছিলাম বলে মানুষ আমাকেই কৃতিত্ব দেবে। কিন্তু এই ধরনের একটি টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। আমি তাই নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। মুশি, মাহমদুউল্লাহ এবং অন্যদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings