চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না তামিম ইকবাল। না খেললেও বুধবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে ধারাভাষ্য দেবেন বলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানিয়েছেন সাবেক এ অধিনায়ক। এ ম্যাচ দিয়ে তাই আন্তর্জাতিক ধারাভাষ্যেও অভিষেক হয়ে যাচ্ছে তামিমের।
তামিম লিখেছেন, ‘আগামীকাল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্য প্যানেলের ছোট অংশ থাকব। আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ!’
দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বেলা ১টা ১০ এবং ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিটের স্লটে ধারাভাষ্যে থাকবেন বলেও নিশ্চিত করেন তামিম। এরপর তিনি যোগ করেন, ‘ধারাভাষ্যের অভিজ্ঞতা আবারও নিতে মুখিয়ে আছি!’

২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম। সেবার তার দল মিনিস্টার ঢাকা প্লে–অফের আগেই বাদ পড়ে। মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্য দেন। সেবার বিসিবি কার্যালয়ে একটি মিটিংয়ে গিয়ে ধারাভাষ্যে চলে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি।
নানা নাটকীয়তায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হুট করে অবসরে চলে যাওয়ার পর ফিরেও আসেন, এরপর অধিনায়কত্ব ছেড়ে দেন। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এরপর গেল মাসের শেষ দিকে তামিম জানান, বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরতে চান তিনি।
GIPHY App Key not set. Please check settings