in

মারাকানায় সংঘাতের ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

Soccer Football - World Cup - South American Qualifiers - Brazil v Argentina - Estadio Maracana, Rio de Janeiro, Brazil - November 21, 2023 Argentina's Lionel Messi in action with Brazil's Andre REUTERS/Ricardo Moraes

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তেজনা আর উত্তাপ। এ উত্তেজনা আরও একবার দেখা গেল মারাকানায় সুপার ক্লাসিকোর ম্যাচে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টিনার সমর্থকেরা দুয়ো দিলে তাদের মারতে শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা।

গ্যালারিতে তখন শুরু হয় দাঙ্গা। দাঙ্গা থামাতে গিয়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা এবং মার্কিনিওস। একটা পর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে চলে যান মেসি।

আধা ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। সুপার ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বীদের ১–০ গোলে হারায়। গোলটি করেছেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

ম্যাচ শুরুর আগেই যখন দুই দলের সমর্থকেরা মারামারিতে জড়িয়ে পড়ে তখন তার কিছু ছিটেফোঁটা তো খেলায় প্রভাব ফেলবেই, এটাই স্বাভাবিক। মাঠেও তাই দেখা গেছে। সেটাও বেশ ভালোই।

শুরুটা হয় মেসি–রদ্রিগোর মধ্যে। পরে কথার লড়াইয়ের জড়িয়ে পড়েন বাকিরাও। এতে করে মাঠে ফাউলের ছড়াছড়ি শুরু হয়। দুই দল মিলিয়ে ম্যাচে ৪২ ফাউল হয়েছে। বিশ্বচ্যাম্পিয়নদের ১৬ ফাউলের বিপরীতে ২৬টি করেছে স্বাগতিকের।

ম্যাচে দেখানো চার কার্ডের প্রতিটিই ব্রাজিল দেখেছে। এক লাল কার্ডের বিপরীতে ৩ হলুদ। ফাউল ও কার্ডের মতো শুরুতে বল পজিশনে এগিয়ে থেকে ম্যাচের আধিপত্য নিয়েছিল ব্রাজিল। কিন্তু আক্রমণে গিয়ে কাজের কাজটি করতে পারেনি তারা।

তবে বিরতিতে যাওয়ার ১ মিনিট আগে দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন গ্যাব্রিয়ল মার্তিনেল্লি। রাফিনিয়ার নেওয়া কর্নার শট আলবিসেলেস্তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ প্রতিহত করলে ডিবক্সের আশপাশ বল পান মার্তিনেল্লি। বল পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্তও করেন তিনি। তবে গোললাইনের কাছ থেকে ক্লিয়ার করেন আর্জেন্টিনার এক ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল গ্যাব্রিয়েল জেসুস–মার্তিনেল্লিরা। তবে গোলরক্ষক মার্তিনেজের কাছে হতাশ হয়েছে তাঁদের। ৫৮ মিনিটে মার্তিনেল্লির শট প্রতিহত না করলে লিড পেয়ে যেত ব্রাজিল। প্রতিপক্ষরা না পারলেও ঠিকই এগিয়ে যায় আর্জেন্টিনা।

৬৩ মিনিটে দলের আনন্দ উদ্‌যাপন এনে দেন ওতামেন্দি। লো সেলসোর কর্নার থেকে হেডে গোল করেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। গোল শোধ দেওয়ার বিপরীতে উল্টো ৮১ মিনিটে বিপদে পড়ে ব্রাজিল। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে আঘাত করায় লাল কার্ডে মাঠ ছাড়েন স্বাগতিকদের জোয়েলিংটন। শেষে ১০ জনের দল নিয়ে গোল শোধ দিতে পারেনি তারা।

এ দিন পুরো ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসি। পর তাঁকে তুলে নিতেও বাধ্য হন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন অধিনায়কের বদলি হিসেবে নামেন আনহেল দি মারিয়া। যিনি উরুগুয়ের কাছে হারার পর জানিয়েছিলেন ব্রাজিল ম্যাচে ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা। ম্যাচ শেষে তাঁর কথাই প্রমাণিত হয়েছে।

এ জয়ে আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৬ ম্যাচ ১৫ পয়েন্টে শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রাজিল। অন্য ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৩–০ ব্যবধানে জিতেছে উরুগুয়ে। প্যারাগুয়েকে ১–০ গোলে হারিয়েছে কলম্বিয়া। আর চিলিকে ১–০ ব্যবধানে হারিয়েছে ইকুয়েডর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings