বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে আইসিসির একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে পুনে থেকে আজ নীরবে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের বহনকারী বিশেষ ফ্লাইটটি সকাল ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
বিশ্বকাপে নয় ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে বাংলাদেশ। ২০০৭ সালের পর বিশ্বকাপ মঞ্চে এবারই সবচেয়ে বাজে পারফরমেন্স টাইগারদের। হতাশাজনক পারফরমেন্সে এই বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দাপটের সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার লক্ষে আসর শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু এরপর টানা ছয় ম্যাচ হেরে সেমির দৌড় থেকে ছিটকে পড়ে টাইগাররা।

তবে মনে রাখার মত কিছু বিষয়ও অর্জন করেছে বাংলাদেশ। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেটে জয় পাওয়া ম্যাচে বির্তকের জন্ম দিয়েছে তারা। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজকে প্রথমবারের মত ‘টাইমড আউট’ করে টাইগাররা। বির্তকিত ম্যাচের কথা স্মরণ করলেই বাংলাদেশের নাম উঠে আসবে।
বির্তকিত ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেন সাকিব। ৫৭ রানে ২ উইকেট শিকারের পর ৬৫ বলে ৮২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন সাকিব। ওই ম্যাচ চলাকালে আঙুলে চিড় ধরে সাকিবের। এজন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে লিগ পর্বে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই দেশে ফিরেন সাকিব। দলের বাকি সদস্যরা আজ ফিরেছেন।
কিন্তু খেলোয়াড় এবং অন্যান্য কর্মকর্তারা আজ ঢাকায় ফিরলেও, দলের কোচিং স্টাফদের সকলেই পুনে থেকে নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাসসহ কোচিং স্টাফের কয়েকজন সদস্য ইতোমধ্যে দলের সাথে না থাকার সিদ্বান্ত নিয়েছেন।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে এ মাসের শেষের দিকে ঢাকায় আসবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও কোচিং স্টাফের বাকি সদস্যরা।
হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস ছাড়া এ বছরের ৩০ নভেম্বর বিসিবির সাথে বাকি সব কোচের চুক্তির মেয়াদ শেষ হবে। তবে বিসিবির চাওয়া হলো, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের কথা বিবেচনা করে অন্তত এ বছর দলের সাথে সব কোচ যুক্ত থাকুক।
বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো নিউজিল্যান্ড। বিশ্বকাপ শেষ হওয়ার পরই টেস্ট সিরিজের জন্য আবারও বাংলাদেশে আসবে কিউইরা। ২৮ নভেম্বর থেকে সিলেটে প্রথম টেস্ট এবং ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ডিসেম্বরের শেষ সপ্তাহে সীমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।
GIPHY App Key not set. Please check settings