in

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার লেবাননের মোকাবিলা করবে বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্ব র‌্যাংকিংয়ের ২৭তম স্থানে থাকা অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল জামাল ভূঁইয়ার দল। ১৮৩তম র‌্যাংকে থাকা বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার বিশাল এক ফারাক থাকলেও লেবাননের সঙ্গেও ব্যবধান খুব একটা কম নয়।

মধ্যপ্রাচ্যের দলটি ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৯ ধাপ এগিয়ে রয়েছে। তারপরও নিজেদের মাটিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলেই হয়তো জয়ের বিষয়ে কিছুটা আত্মবিশ্বাস দেখাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।

যদিও স্বাগতিক কোচের আত্মবিশ্বাসে চির ধরাতে পারে রাকিব হোসেন ও সাদ উদ্দিনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা। শুরু থেকেই কাবরেরার একাদশে নিয়মিত খেলে আসছেন রাকিব। তাকে কেন্দ্র করেই সাধারণত আক্রমণের কৌশল সাজিয়ে থাকেন এই স্প্যানিশ কোচ। ছন্দে ছিলেন সাদ উদ্দিনও। মালদ্বীপের বিপক্ষে গোলও করেছিলেন এই দুই ফুটবলার। তাদের না থাকাটা আসন্ন ম্যাচে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

তবে কাবরেরার বিশ্বাস, যারা দলে আছেন তারা নিজেদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারলে কোনো সমস্যা হবে না।

এ পর্যন্ত লেবাবনের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার দুটি খেলেছে ২০১১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে। লেবাননে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৪-০ গোলে হেরে আসলেও ঢাকায় অনুষ্ঠিত ফিরতি লেগে তাদের ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের ওই দলটির বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচটি খেলেছে গত জুনে সাফ চ্যাম্পিয়নশিপে। ওই ম্যাচে ২-০ গোলে হেরে যায় জামালরা।

সোমবার ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে স্বাগতিক কোচ কাবরেরা বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে কি ঘটেছে আপনারা জানেন। আমি ওই দিনটিকে ভুলে নতুন একটি দিনে নতুন একটি ম্যাচ খেলতে চাই।

তিনি বলেন, কিছুদিন আগেও আমরা লেবাননের বিপক্ষে খেলেছি। তাদের শক্তিমত্তা সর্ম্পকে আমাদের ধারণা আছে। সেটা বুঝেই আমি ম্যাচ পরিকল্পনা করেছি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় গ্যালারি পূর্ণ থাকে। সেটি কাল বাড়তি প্রেরণা যোগাবে উল্লেখ করে কাবরেরা বলেন, মাঠে দর্শক থাকলে এমনিতে স্বাগতিক ফুটবলাররা উজ্জীবিত থাকে। পাশাপাশি প্রতিপক্ষ চাপে পড়ে। আর সেই সুযোগটাই আমরা কাজে লাগাতে চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings