in

বিপিএলের আগে আঙুলের ইনজুরিতে তামিম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফেরার লক্ষ্যে আজ নেটে ব্যাটিং অনুশীলনকালে ইনজুরিতে পড়েছেন ওপেনার তামিম ইকবাল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাট করার সময় পেসার তাসকিন আহমেদের একটি ডেলিভারিতে বাম তর্জনীতে ব্যথা পান তামিম। ইনজুরির পর নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

এরপর আঙুলে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইনডোর ছাড়তে দেখা যায় তামিমকে। যা বিপিএলে তার অংশ নেওয়াটা অনিশ্চিয়তার মুখে ফেলেছে। এখন পর্যন্ত তামিমের ইনজুরির বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর পিঠের ইনজুরির কারনে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং নিউজিল্যান্ড সফরের সিরিজ মিস করেন তিনি।

আগামী ২০ জানুয়ারি ক্রিকেটে ফিরবেন তামিম। ওই দিন বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে তামিমের দল ফরচুন বরিশাল।

তবে বিপিএলের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে চান তামিম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings