বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন ৬ হাজার ২২৯ জন।
শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষার ফল গতকাল রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বার কাউন্সিল সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদারের সই করা ফলাফল সিট সংস্থাটির ওয়েবসাইটে রয়েছে।
বার কাউন্সিলের কর্মকর্তারা জানান, গতকাল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৯ হাজার ১৯৮ জন।

https://www.barcouncil.gov.bd/wp-content/uploads/Enrollment-MCQ-Result-2023-PDF.pdf
পরীক্ষায় অংশ নেন ৩৪ হাজার ৬৪২ জন। এর মধ্যে পাস করেছেন ৬ হাজার ২২৯ জন। এছাড়া ৭ জন পরীক্ষার্থীর ফলাফল পুনঃনিরীক্ষার জন্যস্থগিত রাখা হয়েছে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা এখন পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এমসিকিউর পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপের নৈব্যর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে জেলা বার-এ প্র্যাকটিস করতে পারেন।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী হিসেবে সনদ পরীক্ষার বিষয়ে সকল সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা দিয়ে থাকে।
GIPHY App Key not set. Please check settings