in

বাবরের ব্যাটে জয় পেলো রংপুর

বিপিএলে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ হয়েছে লো-স্কোরিং। সিলেটের করা ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মহা বিপদে পড়ে রংপুর। তবে এবারের আসরে প্রথমবার খেলতে নামা বাবর আজমের ফিফটিতে চার উইকেটের জয় পেয়েছে রংপুর।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছে সিলেট। দলের পক্ষে বেনি হাওয়েল ৩৬ বলে ৪৩ ও বেন কাটিং ৩১ বলে ৩১ রান করেন।

১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মহা বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। ৩৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রংপুরের ব্যাটাররা। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন বাবর।

আর বাবরকে যোগ্য সঙ্গ দেন আজমতুল্লাহ ওমরজাই। এই দুই ব্যাটারের ব্যাটে জয়ের ভীত পায় রংপুর। ফিফটি তুলে নেন বাবর। ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় রংপুর রাইডার্স। বাবর ৪৯ বলে ৫৬ ও ওমরজাই ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings