সাকিব আল হাসান ও লিটন দাসের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চিড় ধরায় নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়লেন সাকিব। আর স্ত্রী ও নবজাতক শিশুর সঙ্গে থাকতে এক মাসের ছুটি মঞ্জুর হয়েছে লিটনের।
টেস্ট সিরিজে তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন থাকছেন না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, লিটনকে অন্তত একটি টেস্ট খেলার জন্য বলেছিলাম, কিন্তু সে এক মাসের ছুটির জন্য আগ্রহী। এজন্য তাকে ছুটি দেওয়া হয়েছে।
লিটনের এমন জেদ পছন্দ হয়নি ইঙ্গিতে বুঝিয়ে ইউনুস বলেন, জাতীয় দলে খেলার জন্য আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। পেশাদারত্ব অবশ্যই মন থেকে আসতে হবে।
বিশ্বকাপ চলাকালীন ভারত থেকে লিটনের দেশে আসাটা পছন্দ হয়নি বিসিবির।
ইউনুস বলেন, সাকিব ও লিটনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন শান্ত।
ইউনুস জানান, ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের অ্যাওয়ে সিরিজে সাকিবের অধিনায়কত্ব করার বিষয়টি তার সঙ্গে কথা বলে জানা যাবে।
বিশ্বকাপের আগে টি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, টুর্নামেন্টের পর অধিনায়ক হিসাবে থাকবেন না। যদিও কোন ফরম্যাটের অধিনায়কত্ব থাকবেন না, সেটি পরিষ্কার করেননি তিনি।
GIPHY App Key not set. Please check settings