in

জানা গেল রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ১৭ মার্চ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনের এ তারিখ ঠিক করেছে।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো জানান, সিনেটররা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ অনুমোদন করেছেন।

রাশিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী নির্বাচনে দাঁড়াবেন কি না, তা তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে তিনি আবার নির্বাচনে অংশ নেবেন বলেই ধারণা করা হচ্ছে।

২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। রাশিয়ার এই ‘অভিযান’ এখনো চলছে। এমন পরিপ্রেক্ষিতে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।

‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর সাত মাসের মাথায় ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে মস্কো। অঞ্চল চারটি হলো খেরসন, জাপোরিঝঝিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings