নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, কবে, কখন, কীভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তা বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, কাল আপনাদের চায়ের আমন্ত্রণ জানাচ্ছি, কখন, কী হবে তখন জানাবো, যা কিছু আছে আগামীকাল সকাল ১০টায় জানাব।

তিনি আরও বলেন, এটা আপনারা জানেন, ৭০ পরবর্তী যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দলগুলোকে সংলাপের জন্য চিঠি দিয়েছে, তা তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, না। কোনো প্রভাব পড়বে না। প্রথম হচ্ছে সেটা সংলাপের চিঠি কি না, তা কমিশন অবহিত নয়। কারণ সেটা কমিশনে আসেনি। কমিশন নিজস্ব গতিতে তার সাংবিধানিক দায়িত্বের আলোকে রোডম্যাপ করেছে, সে অনুযায়ী নির্বাচন হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মো. জাহাংগীর আলম বলেন, আইনশৃঙ্খলা বৈঠকে কমিশন তাদের নির্দেশনা দিয়েছে। তারা বলেছে কমিশন যেভাবে বলবে সেভাবেই তারা নিরাপত্তা নিশ্চিত করবে। এ বিষয়ে তাদের উদ্যোগ তারাই বললেন। গতকাল পর্যন্ত জেনেছি, ইসির নির্দেশনা অনুযায়ী তারা প্রস্তুতি রেখেছে।
কূটনৈতিক তৎপরতার কারণে তফসিল পেছানোর কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, আমি আপনাদের প্রশ্ন বুঝি না।
GIPHY App Key not set. Please check settings