এইতো কদিন পর থেকে সাকিব আল হাসানের নেমে পড়তে হবে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে। তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে।
সেখানেই আজ বাংলাদেশ অধিনায়ক যোগ দেন আওয়ামী লীগের এক অনুষ্ঠানে। সাকিব চেয়েছিলেন বছরের শেষ এই সফরে থাকতে। কিন্তু আঙুলের চোটে পড়ে আর থাকা হলো না তার।
সাকিবের এবার নাম নেই আইপিএল কিংবা পিএসএলের ড্রাফটেও। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বাঁহাতি অলরাউন্ডার তাঁর হাতের চোট নিয়ে বলেছেন, ইচ্ছা ছিল নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাব। চার সপ্তাহের মধ্যে সেরে ওঠার আশা ছিল। দুদিন আগেও চিকিৎসক দেখিয়েছি। তিনি বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে। তারপর রিহ্যাব শুরু করতে।

তিনি বলেন, যতটুকু সময় লাগার কথা ছিল, তার চেয়ে বেশি লাগছে। ফিটনেস ফিরে পেতে বিপিএলের আগে খুব বেশি উপায় দেখছি না (খেলায় ফেরার)। এই সময়ে নির্বাচনও আছে। এই দিকে আমি ব্যস্ত থাকব।
কেন আইপিএল-পিএসএল নিলামে নাম দেননি, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন, আইপিএলে নাম দিইনি। পিএসএলে আমার নাম নেই। আমার পরিকল্পনা, পুরো সময়ে জাতীয় দলে যেন দিতে পারি। আগে যে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো আমি বিসর্জন দেব। আশা করব, যেন খেলা আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ নিয়ে তো কেউ কখনো বলতে পারে না। তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।
GIPHY App Key not set. Please check settings