বিএনপির শক্তি কমে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটির নেতাদের মুখের বিষ উগ্র হয়ে গেছে। সব কিছু হারিয়ে তারা এখন ভারত বিরোধিতায়ও নেমেছেন।
শনিবার (৩০ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে রংপুর বিভাগীয় নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে মন্তব্য করে কাদের বলেন, বিএনপি কী বললো তা হিসাব করে রাজনীতি চলবে না। বাস্তবতার সঙ্গে তাদের কোনো মিল নেই।

‘এত বিষ বিএনপি নেতাদের মুখে! বিএনপির শক্তি কমে গেছে। তাই দলটির নেতাদের মুখের বিষ উগ্র হয়ে গেছে’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
GIPHY App Key not set. Please check settings