in

কলকাতার সেই ছবিতে কাজ করছেন না ফারিণ

‘আরও এক পৃথিবী’ ছবির পর কলকাতার আরেকটি ছবিতে অভিনয়ের কথা চূড়ান্ত হয় বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের। ছবির নাম ‘পাত্রী চাই’।

গত বছরের অক্টোবর থেকে শুটিং শুরুর কথা ছিল। প্রায় পাঁচ মাস পর এসে জানা গেল যে ওই ছবিতে অভিনয় করছেন না ঢাকার ছোট পর্দার এই নায়িকা।

জানা গেছে, ছবির প্রযোজকের পরপর বেশ কয়েকটি ছবি নাকি ব্যবসায়িকভাবে লোকসানের মুখে পড়েছে। এতে করে ফান্ড সমস্যার কারণে ছবিটির শুটিং আটকে গেছে।

গত অক্টোবর মাস থেকে প্রায় তিন দফা শুটিং পিছিয়েছে ছবিটির। কবে শুটিং শুরু হবে, তারও সঠিক সময় বলতে পারেননি পরিচালক।

এ নিয়ে রোববার সন্ধ্যায় ফারিণ গণমাধ্যমকে বলেন, অক্টোবর থেকে শুটিং শুরুর কথা থাকলেও মাঝখানে তিনবার শিডিউল পিছিয়েছে। এ কারণে আমাকেও বারবার শিডিউল পরিবর্তন করতে হয়েছে। এ জন্য আমার অন্য কাজের শিডিউল নষ্ট হয়েছে। আর কতবার সময় নষ্ট করব?

তিনি বলেন, এখন আর নতুন করে শিডিউল দিতেও পারব না। কিছুদিন আগে ছবির পরিচালক আমাকে জানিয়েছেন, আপাতত ছবির শুটিং হচ্ছে না। আবার কবে শিডিউল হবে, তার কোনো ঠিক নেই। তা ছাড়া শিডিউল হলেও যে সঠিক সময়ে কাজটি শুরু হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। সব মিলে সিদ্ধান্ত নিয়েছি যে কাজটি আর করব না।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ‘আরও এক পৃথিবী’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় বাংলাদেশের ছোট পর্দার তারকা তাসনিয়া ফারিণের। প্রথম ছবিতেই বেশ আলোচনায় আসেন তিনি। এর প্রায় আট মাস পর কলকাতার এ ছবিতে চুক্তিবদ্ধ হন ফারিণ।

ফারিণ আরও বলেন, চরিত্রটি আমার দারুণ পছন্দ হয়েছিল। একবার পড়ার পর আর দ্বিতীয়বার পড়তে হয়নি চিত্রনাট্যটি। সুন্দর একটি গল্প। কিন্তু একের পর এক শিডিউল পেছানো এবং শেষ পর্যন্ত কাজটি অনিশ্চিত হওয়ার কারণে কাজটি আর করা হলো না। এ জন্য আফসোসও হচ্ছে।

‘পাত্রী চাই’ নামের ছবিটি পরিচালনা করছেন বিপ্লব গোস্বামী। চিত্রনাট্যও তার নিজের।

ফারিণের ব্যাপারে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলকাতা থেকে পরিচালক বিপ্লব গোস্বামী বলেন, প্রযোজকের ফান্ড সমস্যার কারণে ছবিটি আটকে গেছে। এর মধ্যে তার দুটি ছবিতে বড় রকমের লোকসান হয়েছে। এতে করে ফান্ড সমস্যায় পড়েছেন প্রযোজক। ফলে ছবিটির সিডিউল বারবার পরিবর্তন করতে হয়েছে। প্রযোজক কাজটি শুরু করতে আরও সময় চেয়েছেন। এ অবস্থায় ফারিণ যদি এখন আর কাজটি না করতে চান, তাহলে তো কিছু করার নেই। তবে ফারিণ এই ছবির জন্য ভালো প্রস্তুতি নিয়েছিলেন। বাইক চালানোও শিখেছিলেন।

এই পরিচালকের কথা, কোনো ছবির শুটিং আটকে গেলে সবচেয়ে বেশি বিপদে পড়েন পরিচালক ও ছবির শিল্পীরা, যেটি এই ছবির বেলায় হয়েছে আমাদের।

এদিকে ‘পাত্রী চাই’ ছবিতে কাজ না করলেও নতুন আরেকটি ছবিতে কাজের কথাবার্তা চলছে বলে জানিয়েছেন ফারিণ। আপাতত ছবিটির চিত্রনাট্য পড়ছেন তিনি। পছন্দ হলেই সবাইকে জানাবেন খবরটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings