in

এ আর রহমানের গলায় বিকৃত নজরুলগীতি!

শুক্রবার ওটিটিতে মুক্তি পেয়েছে ‘পিপ্পা’। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। ছবিতে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে।

তবে সেই গানের সুর এবং খোলনলচে গিয়েছে বদলে। ফলে সমাজমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নজরুল অনুরাগীদের দাবি, রহমানের মতো বিচক্ষণ মানুষের থেকে এই ভুল কাম্য নয়। এই ভাবে গানের সুর পাল্টে ফেলা কতটা যুক্তিযুক্ত? দেবজ্যোতি মিশ্র এবং প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়— বাংলা সঙ্গীত জগতের দুই বিশিষ্ট সঙ্গীত পরিচালকের সামনে প্রশ্ন রাখা হয়েছিল।

রহমানের সঙ্গে দেবজ্যোতির বন্ধুত্বের কথাও কারও অজানা নয়। তাই কাজী সাহেবের গানের এই সংস্করণ আরও বেশি করে ব্যথিত করেছে দেবজ্যোতিকে। বললেন, আমার যেন মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন দেখছি! মনে হল স্বপ্ন ভেঙে উঠে দেখব আসলে এ রকম কিছু ঘটেনি।

এরই সঙ্গে দেবজ্যোতি দু’টি গুরুত্বপূর্ণ দিকে আলোকপাত করলেন। বললেন, এই গানটি তো কবিতা আকারেও রয়েছে। তা হলে কি আমার বন্ধু রহমানকে শুধু কবিতাটি দেওয়া হয়েছিল? তার পরেও কিন্তু এটা অত্যন্ত নিম্নমানের কাজ।

তাই এই সুর রহমান নিজে করেছেন কি না সেই প্রশ্নও দেবজ্যোতির মনে ঘুরপাক খাচ্ছে। তার কথায়, আদালতে কি রহমান সেটা স্বীকার করবেন যে, এটা তাঁর করা সঙ্গীত?

দেবজ্যোতির মতে, রহমানের সংস্করণটি চালু লোকগান তৈরির প্রয়াস, যেটা ভাসানে বাজানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দেবজ্যোতি বললেন, যদি তাঁকে গানটি নতুন ভাবে সুর করতে দেওয়া হয়, তা হলেও বলতে পারি আমার বন্ধুটি প্রকৃতিস্থ নন।

জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ও রহমানের এই ‘কীর্তি’কে মেনে নিতে পারছেন না। তবে সমালোচনা করার আগে তিনি বাংলায় আলোকপাত করতে চাইলেন। বললেন, কপিরাইট নেই বলে বিগত কয়েক বছরে রবীন্দ্রসঙ্গীতে শিল্পীরা তো যথেষ্ট স্বাধীনতা নিচ্ছেন! এর মধ্যে বহু প্রতিষ্ঠিত শিল্পীও রয়েছেন।

প্রবুদ্ধ বললেন, প্রশ্নটা কোনও শিল্পীর সঙ্গে প্রতিযোগিতার নয়, সার্থকতা সেখানেই, যদি আমি নিজের আবেগ এবং নিষ্ঠা দিয়ে মূল সৃষ্টিকে ফুটিয়ে তুলতে পারি।

এ আর রহমানের সংগীতায়োজনে ‘কারার ঐ লৌহকপাট’ গানটিতে কণ্ঠ দিয়েছেন একাধিক ভারতীয় বাঙালি গায়ক। তাঁদের মধ্যে আছেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযূষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings