in

ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থন ‘অটল থাকবে’: ম্যাক্রোঁ

কিয়েভের প্রতি ফ্রান্সের সমর্থন অটল থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে সতর্ক করে ম্যাক্রোঁ বলেন, ‘ইউক্রেনের প্রতি ইউরোপিয়ানদের সমর্থনকে দুর্বল ভাবার কিছু নেই।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দুই বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি লেখেন, ‘ইউক্রেন বিধ্বস্ত ও ক্ষতবিক্ষত, কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। ইউক্রেন নিজের জন্য, তার আদর্শের জন্য, আমাদের ইউরোপের জন্য লড়াই করছে। ইউক্রেনের পক্ষে আমাদের প্রতিশ্রুতির পরিবর্তন হবে না।’

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে পৃথক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া যেন ইউক্রেনের প্রতি ইউরোপীয়দের সমর্থনকে দুর্বল না ভাবে। কিয়েভের প্রতি ফ্রান্সের সমর্থন অটল থাকবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings