প্যারিস অলিম্পিকের আর এক বছরও বাকি নেই। এ আয়োজনের নানা কাজের মধ্যে ফরাসি সরকারের ব্যস্ততা বাড়িয়েছে ক্ষুদ্র এক পোকা।
অলিম্পিকের সময়ে যেন বিড়ম্বনা পোহাতে না হয়, সেজন্য ট্রেন, সিনেমা হল ও বিমানবন্দরসহ সর্বত্র ছারপোকা দমনের ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকার।
অলিম্পিকে দেশি-বিদেশি অতিথিদের সমাগম ঘটবে প্যারিসে। দ্রুত গতির ট্রেন, মেট্রো স্টেশন, সিনেমা হল, চার্লস ডি গল বিমানবন্দরসহ সর্বত্র তাদের পদচারণা থাকবে। কিন্তু জনসমাগমপূর্ণ এই জায়গাগুলোতে ছারপোকার উৎপাতের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে বেশ কিছুদিন ধরে। দ্রুতগতির ট্রেনে ছারপোকার চলাচলের ভিডিও প্রকাশ করেছেন কেউ কেউ। এরপর বিষয়টি নজরে আসে সরকারের উচ্চপর্যায়ের।

প্যারিসের ডেপুটি মেয়র এমানুয়েল গ্রেগোয়ার এ সপ্তাহে প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নকে লেখা চিঠিতে বলেন, “দেশে জরুরিভাবে এই সমস্যার সমাধানে একটি কর্ম পরিকল্পনা প্রয়োজন, কারণ ২০২৪ সালে ফ্রান্স অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে।”
পরিবহন মন্ত্রী ক্লেমেন্ট বিউন শুক্রবার জানান, বিষয়টি নিয়ে তিনি আগামী সপ্তাহে পরিবহন অপারেটরদের সঙ্গে আলোচনা করবেন। প্যারিস গার দু লিয়ঁ স্টেশনের যাত্রীরা বলছেন, কর্তৃপক্ষ সমস্যাটি কাটিয়ে উঠতে পারবে কিনা তাদের সন্দেহ আছে।
স্টেশনের এক বিক্রয়কর্মী বলেন, “আমি এটা নিয়ে চিন্তিত। আমি লাগেজ বন্ধ রাখব, যাতে বাড়িতে ছাড়পোকা না যায়। বাড়ি গেলে আমার সমস্ত কাপড় ধুতে হবে।”
নিস থেকে প্যারিসে আসা সোফি রুসিকা বলছিলেন, তার আসনে কোনো ছাড়পোকা আছে কিনা, বসার আগে খুব ভালোভাবে খুঁজে দেখেছেন তিনি।
“সবাই আতঙ্কিত। মানুষ সত্যিই হতাশ,” বলছিলেন পেস্ট কন্ট্রোল স্টোর ম্যানেজার সাচা ক্রিফ।
ফ্রান্সের স্বাস্থ্য সংস্থা গত জুলাই মাসের এক প্রতিবেদনে জানায়, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ইউরোপীয় দেশটির প্রতি দশটি পরিবারের মধ্যে অন্তত একটি পরিবার ছারপোকার যন্ত্রণায় ভুগেছে।
প্যারিসের ডেপুটি মেয়র গ্রেগোয়ার হাউজ ইন্স্যুরেন্স পলিসিতে ছারপোকার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বীমাকারীদের। সংবাদসূত্র: রয়টার্স
GIPHY App Key not set. Please check settings