in

ফ্রান্সে আগামীকাল দেশজুড়ে পরিবহন ধর্মঘট

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্সে আগামীকাল (বুধবার) দেশব্যাপী বড় ধরনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এর ফলে রেল, মেট্রো, বাস ও বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটবে বলে আগেই সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ধর্মঘটে সবচেয়ে বেশি ভোগান্তি হবে যাত্রীদের। ইতোমধ্যে অনেক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রেল ও মেট্রো সার্ভিসও সীমিত আকারে চলবে। রাজধানী প্যারিসসহ বড় শহরগুলোতে গণপরিবহন অচল হওয়ার আশঙ্কা রয়েছে।

শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচের তুলনায় বেতন বৃদ্ধি হয়নি। পাশাপাশি কর্মী সংকট, অতিরিক্ত কাজের চাপ এবং সরকারের শ্রমসংস্কার পরিকল্পনার বিরুদ্ধেও তারা এই কর্মসূচি ডেকেছে।

ধর্মঘটের কারণে পর্যটন ও ব্যবসা খাতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা আগে থেকে পুনর্বিন্যাস করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings