সাইফুল ইসলাম রনি, প্যারিস

ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপি আন্তর্জাতিক বাংলা বই মেলা ও বাংলা উৎসব শেষ হলো। প্যারিস টাইমস এবং এসোসিয়েশন শিকানো বাংলার যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলায় সমবেত হয়েছেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত লেখক, প্রকাশক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় মেয়র মিশেল ফোরকেড। এছাড়া উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান, আরবিদাহ এইট এহিকিটোনে (কাউন্সিলার) আলেক্সান্দ্রা রোসিনস্কি (ফটোগ্রাফার) জিন্নুরাইন জায়গীরদার, ফৌজিয়া খাতুন রানা, রবি শংকর মিত্রসহ বিভিন্ন দেশ থেকে আগত সাহিত্যিকবৃন্দ। উদ্বোধনী মঞ্চে অতিথিরা বাংলা ভাষা ও সাহিত্যের আন্তর্জাতিক পরিসরে বিস্তৃতি নিয়ে মত প্রকাশ করেন।

মেলায় বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন প্রকাশনা সংস্থার বই স্থান পেয়েছে। নতুন প্রজন্মের তরুণ লেখকদের বই প্রকাশ ও মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়াও “প্রবাসে বাংলা সাহিত্য চর্চা”, “ডিজিটাল যুগে প্রকাশনা শিল্পের সম্ভাবনা”, এবং “বাংলা সংস্কৃতি প্রজন্মান্তরে টিকিয়ে রাখা” – শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন কবি,লেখক, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও প্রবাসী বুদ্ধিজীবীরা।
বাংলা উৎসবকে ঘিরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় আধুনিক গান, দেশের গান, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, লালনগীতি ও সমসাময়িক বাংলা গান। কবিদের আবৃত্তি, পুথি পাঠ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ আকর্ষণ ছিলো স্থানীয় খ্যাতিমান শিল্পীদের পরিবেশনা।
মেলায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হয়ে বই সংগ্রহ করেন, প্রিয় লেখকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অংশগ্রহণ কারিরা বাংলাদেশী খাবার ও পোশাক সহ নিজেদের স্টলে বিভিন্ন কর্মকাণ্ড প্রদর্শন করেন।
আয়োজক কমিটির সদস্যরা জানান, এই আন্তর্জাতিক বইমেলা ও বাংলা উৎসব কেবল বই বিক্রি নয়, বরং প্রবাসী প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার এক বড় উদ্যোগ। তারা চান, ভবিষ্যতে এ মেলাকে আরও বৃহৎ পরিসরে আয়োজন করতে এবং ইউরোপের অন্যান্য শহরেও ছড়িয়ে দিতে।
প্যারিসের বাংলা আন্তর্জাতিক বই মেলা এবং বাংলা উৎসব কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা যেমন নিজেদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সংযোগ অনুভব করছেন, তেমনি স্থানীয় ফরাসি নাগরিকদের কাছেও বাংলা সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।
GIPHY App Key not set. Please check settings