
নিউজ ডেস্ক.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত চলা এ সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী। রাত সাড়ে এগারটার দিকে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই জেরে ছড়ায় উত্তেজনা।

এ নিয়েই স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। উত্তেজনা ছড়ালে শুরু হয় দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটোকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে মারামারি।
পরে রাত তিনটার দিকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
GIPHY App Key not set. Please check settings