in

এক চীন নীতির প্রতি বিএনপির সর্মথন

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং ঝাও বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এমন উদ্যোগ সময়োপযোগী।

এক চীন নীতির প্রতি বিএনপির সুস্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)’কে বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে যুগান্তকারী ও অসাধারণ উদ্যোগ হিসেবে অভিহিত করা হয়। একইসাথে প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানান বিএনপি নেতৃবৃন্দ।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরে চীন সফররত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে সম্মান জানাতে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিজ সুন হাইয়ানের আয়োজনে মধ্যাহ্নভোজে যোগ দেন তারা।

মঙ্গলবার, জুন ২৪, ২০২৫।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings