বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পূর্ণমন্ত্রী হয়ে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নাজমুল হাসানের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তির তথ্য নিশ্চিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ও ভৈরব) আসন থেকে নির্বাচিত হন নাজমুল হাসান। গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি আবারও বিজয়ী হন।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. রুবেল হোসেনকে ১ লাখ ২২ হাজার ১০৭ ভোটে হারিয়েছেন বিসিবি সভাপতি। নির্বাচনে নাজমুল হাসান পান ১ লাখ ২৪ হাজার ৪০৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল হোসেন মোমবাতি প্রতীক নিয়ে পান ২ হাজার ২৯৮ ভোট। আসনটিতে ১৪২ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৯ হাজার ২৪৪ জন। নাজমুলসহ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ প্রার্থী।
নতুন মন্ত্রিসভায় শপথ নেয়ার জন্য আমন্ত্রণ পান৩৬ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন। বুধবার তাদের আমন্ত্রণ জানিয়ে টেলিফোন করা হয়। নবগঠিত মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
GIPHY App Key not set. Please check settings