সাইফুল ইসলাম রনি- প্যারিস
ফ্রান্স বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়। “প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গিকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই স্লোগান কে সামনে রেখে প্যারিসের বাংলাদেশ দূতাবাসের হল রুমে এক অনারম্ভ অনুষ্ঠানে মাধ্যমে দিবস টি পালন করা হয়। শুরুতে পবিত্র কোরান তেলয়াতে মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এরপরে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরাষ্ট্রমন্ত্রী, বৈদেশিক ও প্রবাসী কল্যান মন্ত্রীর বানী পাঠ করে শোনানো হয়। এর পরে বর্তমান সরকারের নেয়া প্রবাসীদের নিয়ে বিভিন্ন পদক্ষেপের প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরনের। অনুষ্ঠানে কে এফ এম শাহারহাদ শাকিল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব এম ডি নুর, এম কে নয়ন, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোরাফ মৃধা, মিজান চৌধুরী মিন্টু, সাংবাদিক ইকবাল মোহাম্মদ জাফর, সাংবাদিক লুতফুর রহমান বাবু।
এ ছাড়া অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মান্যবর রাষ্ট্রদূত জনাব খন্দকার এম তালহা। বক্তারা তাদের বক্তৃতায় প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরনের তারা মধ্যে বিদেশীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো, এন আই ডি কার্ডের ব্যাবস্থা করা, ই-ই-পাসপোর্ট এবং প্যারিস থেকে ঢাকা বিমানের ফ্লাইট চালু করা, ঢাকা বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ ইত্যাদি। মহামান্য রাষ্ট্রদূত তার বক্তৃতায় দূতাবাস কেন্দ্রীক যা যা করনিয় তা করবেন এবং অন্যান্য দাবী দাওয়া দূতাবাসের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দিবেন বলে জানান। আগত অতিথিদের আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
GIPHY App Key not set. Please check settings