ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কার উদ্দেশে ঢাকা ছাড়েন।
এর আগেও কয়েকবার ওমরাহ পালন করেছেন তিনি। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
চলতি বছরে ব্যস্ত সময় পার করবেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। ওমরাহ পালন শেষে ফিরে এসে তিনি অনন্য মামুন পরিচালিত প্রথম প্যান ইন্ডিয়ান ‘দরদ’ সিনেমা ডাবিংয়ে অংশ নিতে ভারতে যাবেন। সেখান থেকে ফিরে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং করবেন।
ইতোমধ্যে সিনেমাটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ রয়েছে। চলতি জানুয়ারির শেষে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।
গেল বছর শাকিব খান দুটি সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন। একটি তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ অন্যটি হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’।
বিশেষ করে আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রায় ৪১ কোটি টাকা ব্যবসা করছে বলে প্রযোজনা সূত্র থেকে জানা গেছে।
GIPHY App Key not set. Please check settings