in

আওয়ামী লীগ সবসময়ই গণতন্ত্রে বিশ্বাস করে: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সবসময়ই গণতন্ত্রে বিশ্বাস করে। তাই দলের প্রার্থীরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে।

তিনি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগরীর উপশহর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকা সহ নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও প্রচারকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

বিএনপির অসহযোগ আন্দোলন দুঃখজনক উল্লেখ করে মোমেন বলেন, তারা মনে করছে নির্বাচনে তারা ভোট পাবে না, বিএনপি ভুল পথে চলছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, অ্যাডভোকেট আফসর আহমদ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল ওয়াহিদ, মো. আবুর কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সাজেদা পারভীন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings