দেশে ইতোমধ্যেই শীতের প্রভাব পড়তে শুরু করেছে। পৌষের শুরতেই উত্তরের জেলাগুলোতে দেখা দিয়েছে শৈত্যপ্রবাহ। এ প্রভাব দক্ষিণের জেলাগুলোতেও কিছুটা আঁচ করা যাচ্ছে।
তাইতো শীতের প্রভাব বেড়ে যাওয়ার আগেই অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণে ব্যস্ত হয়ে পড়েছে দেশের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো।
এরই ধারাবাহিকতায় গেল বিজয় দিবস উপলক্ষে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউনিটি ইজ দ্য পাওয়ারের উদ্যোগে ষষ্ঠবারের মতো তিন শতাধিক অসহায়-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সংগঠনটি দীর্ঘদিন ধরে এ উপজেলার অসহায় দরিদ্র মানুষ নিয়ে কাজ করে যাচ্ছে। নিম্নবিত্ত নারীদের বিয়ে, বেকার যুবকদের ভ্যান কিনে দেওয়া থেকে সামাজিক যেকোন কাজে তাদের পাশে পায় এলাকার জনগণ। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ স্লোগানে উজ্জীবিত হয়ে দীর্ঘ অর্ধযুগ ধরে সংগঠনটি মাদকের বিরুদ্ধে এলাকার তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছে।
এবারের কম্বল বিতরণ অনুষ্ঠানটি কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার এসপিএস উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিটি ইজ দ্য পাওয়ার সংগঠনের ওবাইদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এফ এম মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র তুলে দেন ইউনিটি ইজ দ্য পাওয়ারের উপদেষ্টা ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী ও ফ্রান্সবিডিনিউজ২৪-এর সম্পাদক অহিদুজ্জামান টিপু।
তিনি বলেন, ‘সামাজিক কাজে নিজেকে সবসময় যুক্ত রাখার চেষ্টা থেকেই আমাদের এ আয়োজন। সাংগঠনিকভাবে আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আশা করছি আগামী বছরগুলোতেও আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।’
এ ছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এসপিএস উচ্চ বিদ্যালয়-কারিগরি কলেজের অধ্যক্ষ ছানাউল হক, কালকিনি স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা সাংবাদিক এইচ এম মিলন।
আরও উপস্থিত ছিলেন ইউনিটি ইজ দ্যা পওয়ারের উপদেষ্টা শাহাদুল ইসলাম দিপু, সাইফুল ইসলাম, মাহাবুব ইসলাম অপু, মো. আনাজুল ও রাকিব হোসেন প্রমুখ।
GIPHY App Key not set. Please check settings