কোপা থেকে বিশ্বকাপ- বড় টুর্নামেন্টে গোল করে আর্জেন্টাইনদের জিতিয়েছেন দি মারিয়া। সেই দি মারিয়া এবার আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলার সময় জানিয়ে দিয়েছেন।
২০২১ সালে ব্রাজিলে আয়োজিত সর্বশেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে আগামী বছরের জুনে হতে যাওয়া ৪৮তম কোপায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আকাশী-নীলরা। এ টুর্নামেন্ট খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার কথা জানিয়েছেন দি মারিয়া।
ইনস্টাগ্রামে গত রাতে আবেগঘন এক স্ট্যাটাসে আর্জেন্টাইন এই স্ট্রাইকার লিখেছেন, ‘কোপা আমেরিকাতেই আমি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি পরব। অন্তরে লুকিয়ে থাকা কষ্টের সঙ্গে বিদায় বলছি সবচেয়ে সুন্দর জিনিসকে। ক্যারিয়ারে যে জার্সি আমি গর্বের সঙ্গে পরেছি। ভক্ত-সমর্থক, পরিবার, বন্ধু, সতীর্থদের ধন্যবাদ। আমরা এভাবে আর্জেন্টিনা দলকে অনুপ্রেরণা দিয়ে যাব। এগিয়ে চল আর্জেন্টিনা।’
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন চলছে বাছাইপর্ব। দি মারিয়া যেহেতু আগামী বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন, সেকারণে এটাই তার ক্যারিয়ারের শেষ বাছাইপর্ব।
ভক্ত-সমর্থকদের ভালোবাসার প্রশংসা করে তিনি বলেন, ‘এটাই আমার সর্বশেষ প্লে অফ। দর্শকেরা দাঁড়িয়ে যেভাবে আমাকে সম্মান জানিয়েছেন, তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। ভক্ত, সতীর্থ, বন্ধুদের থেকে পাওয়া ভালোবাসার প্রতিটা সেকেন্ড আমি উপভোগ করেছি। তাদের ছাড়া এমন গল্প হতো না। আজ আমি যে এখানে এসেছি, তাদের এমন স্নেহ-ভালোবাসার কারণেই।’
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৩৬ ম্যাচ দি মারিয়া করেছেন ২৯ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৯ গোল। ২০০৮ বেইজিং অলিম্পিক, ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনাল-আর্জেন্টিনার প্রতিটি শিরোপা জয়ে অবদান রেখেছেন তিনি। নাইজেরিয়া, ব্রাজিল, ইতালি, ফ্রান্স-এই চার টুর্নামেন্টে এদের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা।
GIPHY App Key not set. Please check settings