in

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

বিরাট কোহলির বিশ্ব রেকর্ডের ম্যাচে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো স্বাগতিক ভারত। বুধবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ৭০ রানে হারিয়েছে গত দুই আসরের রানার্স-আপ নিউজিল্যান্ডকে।

এর মাধ্যমে গত বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের মধুর প্রতিশোধ নিলো ভারত। হাই স্কোরিং ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ৭ উইকেট নেওয়া ভারতীয় পেসার মোহাম্মদ সামিও।

এ ম্যাচে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৫০তম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন কোহলি। এতে ভেঙে যায় তার স্বদেশি শচীন টেন্ডুলকারের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড। বিশ্ব রেকর্ড গড়া সেঞ্চুরির ইনিংসে ১১৭ রান করেন কোহলি।

শতক হাঁকিয়ে ১০৫ রান করেন শ্রেয়াস আইয়ার। জোড়া সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়ে ভারত।

জবাবে ড্যারিল মিচেলের সেঞ্চুরি সত্ত্বেও পেসার সামির দুর্দান্ত বোলিংয়ে ৩২৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৩৪ রান করেন মিচেল। ৫৭ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সামি।

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল।

কোহলি-আইয়ারের জোড়া সেঞ্চুরির পর পাঁচ নম্বরে নামা লোকেশ রাহুলের ক্যামিও ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়ে ভারত।

৩৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টায় সফল হন অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল।

উইকেটে দ্রুতই সেট হয়ে রানের গতি বাড়িয়েছেন দু’জনে। ৪৯ বলে ওয়ানডেতে ষষ্ঠ ও বিশ্বকাপে চতুর্থ হাফ-সেঞ্চুরির দেখা পান মিচেল। মিচেলের আউটের পর ৭ বল বাকী থাকতে ৩২৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠেয় ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামবে ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings