উত্তর গাজার আল-শিফা হাসপাতালের অবস্থা এখন শোচনীয়। ইসরায়েলের হামলায় সেখানে মানবেতরের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উপত্যকাটির সবচেয়ে বড় এ হাসপাতালের চত্বরে ১৭৯ ফিলিস্তিনিকে গণকবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াহ।
মঙ্গলবার তিনি বলেন, ইসরায়েলের হামলার ভয়াবহতায় মারা যাওয়া ১৭৯ জনকে হাসপাতালটির চত্বরে গণকবর দিতে বাধ্য হয়েছেন তারা।
হাসপাতালে জ্বালানি শেষ হওয়ার পর থেকে মারা যাওয়া ৭ শিশু ও ২৯ রোগীকে সেখানে কবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
আল-শিফার মতো বেহাল উত্তরের হাসপাতালগুলো। সেখানকার সব হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে সোমবারই জানানো হয়েছিল।
মঙ্গলবারও আল-শিফা হাসপাতাল ট্যাংক দিয়ে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। বিদ্যুৎ ও জ্বালানির অভাবে সেখানে শিশুসহ একের পর এক রোগী মারা যাচ্ছেন।
গত কয়েক দিনে হাসপাতালটির অন্তত ৪০ রোগীর মৃত্যু হয়েছে। সেখানে এখনো ৬৫০ রোগী ও হাজার হাজার শরণার্থী রয়েছেন।
GIPHY App Key not set. Please check settings