in

৬০ বছর আগের ফেরারি ৫৭৩ কোটি টাকায় বিক্রি

(FILES) A 1962 Ferrari 250 GTO, the most valuable car ever offered at auction, is displayed during a preview at Sotheby’s in New York on November 2, 2023. A $120 million Picasso, a $40 million Monet and even a $60 million Ferrari: New York's major auction houses are looking to move billions of dollars' worth of art -- and a very special car -- on a crisis-proof market this season. Against a backdrop of wars in Ukraine and Gaza, as well as worldwide inflation, the two titans of the sector -- Sotheby's and Christie's -- will be moving a host of big-ticket lots, though they may still have a hard time topping last year, when total sales hit a record $16 billion. - RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY MENTION OF THE ARTIST UPON PUBLICATION - TO ILLUSTRATE THE EVENT AS SPECIFIED IN THE CAPTION (Photo by ANGELA WEISS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY MENTION OF THE ARTIST UPON PUBLICATION - TO ILLUSTRATE THE EVENT AS SPECIFIED IN THE CAPTION

৬০ বছরেরও বেশি সময় আগের একটি ফেরারি গাড়ি নিলামে ৫ কোটি ১৭ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১১ টাকা) তা ৫৭৩ কোটি টাকার বেশি।

সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম প্রতিষ্ঠান সোথবি’স জানিয়েছে, নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল গাড়ি এটি।

ইতালির অভিজাত শ্রেণির গাড়ির ব্র্যান্ড ফেরারির ২৫০ জিটিও মডেলের স্পোর্টস কারটি ৩৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের এক সংগ্রহকারীর সম্পত্তি ছিল।

সোমবার সন্ধ্যায় নিলামকক্ষে কয়েক মিনিট বিডিংয়ের পর উজ্জ্বল লাল রঙের গাড়িটি বিক্রি হয়ে যায়।

গাড়িটি ছয় কোটি মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গাড়িটি বিক্রি হলো প্রত্যাশার চেয়ে কম দামে (৫ কোটি ১৭ লাখ ডলার)।

নিলামের মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান গাড়িটি কিনে নিয়েছে, তার তথ্য প্রকাশ করেনি সোথবি’স।

১৯৬২ সাল থেকে বেশ কয়েক বছর বিভিন্ন প্রতিযোগিতায় (স্পোর্টস কার রেস) অংশ নেয় গাড়িটি। গত শতকের ষাটের দশকের শেষ দিকে গাড়িটি বিক্রি হয়ে যায়। পরে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে আসার পর গাড়িটির মালিকানা একাধিকবার বদল হয়। গাড়িটিতে পরিবর্তনও আনা হয়।

যিনি নিলামে গাড়িটি বিক্রি করেছেন, তিনি যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি ১৯৮৫ সালে গাড়িটি কিনেছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings