in

গ্রুপ পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

ভারত বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। ব্যাটে-বলে এ গ্রুপ পর্বে আলো ছড়িয়েছেন বিরাট কোহলি, কুইন্টন ডি কক, রাচিন রবিন্দ্র, অ্যাডাম জাম্পাসহ আরও অনেকে।

গ্রুপ পর্ব শেষে শীর্ষ দশ ব্যাটার

বিরাট কোহলি (ভারত) ৫৯৪ রান
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৫৯১
রাচিন রবিন্দ্র (নিউজিল্যান্ড) ৫৬৫
রোহিত শর্মা (ভারত) ৫০৩
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৪৯৯
রাসি ফন ডার ডুসেন (দ. আফ্রিকা) ৪৪২
মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ৪২৬
শ্রেয়াশ আইয়ার (ভারত) ৪২১
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) ৪১৮
ডাভিড মালান (ইংল্যান্ড) ৪০৪

শীর্ষ উইকেট শিকারি দশ বোলার
এ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ২২ উইকেট
দিলশান মাদুশাঙ্কা (শ্রীলংকা) ২১
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ১৮
গেরাল্ড কোয়েতজি (দ. আফ্রিকা) ১৯
মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা) ১৭
জসপ্রিত বুমরাহ (ভারত) ১৭
মোহাম্মদ সামী (ভারত) ১৬
মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) ১৬
হারিস রউফ (পাকিস্তান) ১৬
বাস ডি লিড (নেদারল্যান্ড) ১৬
রবিন্দ্র জাদেজা (ভারত) ১৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings