in

তাসের ঘরের মত ভেঙে পড়লো শ্রীলঙ্কা

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২০৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৪৮ বছর পর বিশ্বকাপ মঞ্চে তাসের ঘরের মত ভেঙে পড়ল শ্রীলঙ্কা।

এর আগে ১৯৭৫ সালে বিশ্ব কাপের প্রথম আসরের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল শ্রীলংকা। ওই ম্যাচে ৫ রানে প্রথম উইকেট হারায় লংকানরা। এরপর ৮১ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ৮৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ঐ ম্যাচ ৯ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার লখণৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২৫ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ব্যাটিং ধ্বসে ৮৪ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২০৯ রানে গুটিয়ে যায়।

বিশ্বকাপ ইতিহাসে দ্রুত শেষ ৯ উইকেট হারানোর ঘটনা এখন অবধি সর্বমোট (আজকেরটিসহ) ১৮ বার হয়েছে। এরমধ্যে দু’বার নাম আছে বাংলাদেশের। ২০১১ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে ৯ উইকেট হারিয়ে, ৫৮ তেই গুটিয়ে যায় বাংলাদেশ।

এরপর ওই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৪ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ৭৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings