in

দ. আফ্রিকার কাছে উড়ে গেল অস্ট্রেলিয়া

একের পর এক ক্যাচ মিস, ব্যাটিংয়ে তিন শর বেশি রান তাড়ায় রক্ষণাত্মক শুরু আর মিডল অর্ডারের ভঙ্গুরতা মিলিয়ে শেষটা হয়েছে বড় হারে। প্রোটিয়াদের ৩১১ রান তাড়া করতে নেমে ১৭৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। হার ১৩৪ রানের বড় ব্যবধানে।

এবারের বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার টানা দ্বিতীয় হার। এর আগে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর টানা দুই ম্যাচ জিতে রান রেটে এগিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার রান তাড়ার শুরুটা ছিল ভুলে যাওয়ার মতো। টেম্বা বাভুমা আর কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটি দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় ১০৮ রান।
রান তাড়ায় নামা অস্ট্রেলিয়া প্রোটিয়াদের উদ্বোধনী জুটিতে তোলা সংগ্রহে পৌঁছানোর আগেই হারিয়ে ফেলে ৬ উইকেট। দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টায় ছিলেন স্টিভেন স্মিথ ও মারনাস লাবুশেন। কিন্তু কাগিসো রাবাদার লেগ স্টাম্পে পড়া বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় স্মিথকে।

রাবাদার বলে মার্কাস স্টয়নিস যেভাবে ডি ককের ক্যাচে পরিণত হয়েছেন, সেটি ব্যাট থাকা হাতে নাকি ব্যাট-বিহীন হাতে লেগেছিল বল, এ নিয়ে অস্পষ্টতা ছিল রিপ্লেতে। তবে স্টয়নিসের সম্ভাব্য বিতর্কিত আউটের আগেই অবশ্য ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।

রাবাদা জস ইংলিসকে আর কেশব মহারাজ গ্লেন ম্যাক্সওয়েলকে তুলে নিলে ৬৫ রানেই ৫ উইকেট হারায় কামিন্সের দল, স্টয়নিসের আউটে স্কোরবোর্ড পরিণত হয় ৬ উইকেটে ৭০ রানে। এখান থেকে অস্ট্রেলিয়ার রান দুই শর দিকে যাওয়ার পেছনে অবদান লাবুশেন (৭৪ বলে ৪৬), মিচেল স্টার্ক (৫১ বলে ২৭) ও প্যাট কামিন্সের (২১ বলে ২২)।

এর আগে অধিনায়ক বাভুমাকে নিয়ে ২০ ওভারের মধ্যেই দলের রান তিন অঙ্কে নিয়ে যান ডি কক। ৯০ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৯ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় সেঞ্চুরিটি পান তিনি।

শেষ দিকে প্রত্যাশিত মাত্রায় বড় ঝড় তুলতে পারেননি হাইনরিখ ক্লাসেন-ডেভিড মিলাররা। মার্করামের ৪৪ বলে ৫৬ রানের ইনিংসের সুবাদে অবশ্য তিন শ পেরোয় স্কোর। স্টার্কের করা ইনিংসের পঞ্চাশতম ওভারে ২ উইকেট হারিয়ে আসে মাত্র ১ রান। তাৎক্ষণিকভাবে কিছু রান কম হয়ে গেছে মনে হলেও শেষ পর্যন্ত এর কাছাকাছিও যেতে পারেনি অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩১১/৭ (ডি কক ১০৯, মার্করাম ৫৬, বাভুমা ৩৫; ম্যাক্সওয়েল ২/৩৪, স্টার্ক ২/৫৩)।

অস্ট্রেলিয়া: ৪০.৩ ওভারে ১৭৭ (লাবুশেন ৪৬, স্টার্ক ২৭, কামিন্স ২২; রাবাদা ৩/৩৩, মহারাজ ২/৩০)।

ফল: দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কুইন্টন ডি কক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings