পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক উদ্বোধন হচ্ছে আজ। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু উপর দিয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এই রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে এই রেলপথে বেশ কয়েকবার পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) উদ্বোধন হওয়ার সপ্তাহখানেক পর এই পথে বাণিজ্যিক ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। আর এর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ পদ্মা সেতুর ডাবল বেনিফিট ভোগ করতে পারবেন।
পদ্মা সেতুর ওপর দিয়ে সড়ক পথে যান চলাচল শুরু হয়েছে আরও বছর খানেক আগে। তবে দোতলা বিশিষ্ট এই পদ্মা সেতুর নিচতলা দিয়ে ট্রেন চলাচলের অপেক্ষায় ছিল দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ। সেই স্বপ্নই আজ পূরণ হতে চলেছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে যশোর পর্যন্ত চলমান থাকলেও আজ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত প্রথম পর্যায়ে চালু করা হচ্ছে।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে মাওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হবেন। সেখানে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং নাম ফলক উন্মুক্ত করবেন। পরে ১২টা ৪৫ মিনিটে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন।
এ প্রসঙ্গে পদ্মা রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেছেন, মাওয়া থেকে ভাঙা পর্যন্ত ট্রায়াল ট্রেন চালানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনে করে মাওয়া থেকে ভাঙা পর্যন্ত যাবেন। আশা করি ঠিক সময়ে যেতে পারবেন।
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, প্রকল্পের যে মূল কাজ ছিল পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল, সেটি সম্পন্ন হয়েছে। আমরা আপাতত নতুন কোনো ট্রেন নিয়ে ভাবছি না। তবে খুলনা থেকে যেসব ট্রেন ঢাকায় চলাচল করে তার মধ্যে একটি কিংবা দুটি ট্রেন এ পথে ডাইভার্ট করা হবে।
GIPHY App Key not set. Please check settings