ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের একটি স্বপ্ন সফল হয়েছে আজ। তারা এখন থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন ভাষা শহীদদের। দীর্ঘদিন ধরে প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মানের পরিকল্পনা বাস্তব রূপ ধারণ করেছে। রবিবার ৮ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে আনুষ্ঠানিক ভাবে শহীদ মিনার উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ ও ফ্রান্সের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত হন।
প্যারিসের বিখ্যাত সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মাণ করা হয়েছে এই শহীদ মিনার। দেশী বিদেশী আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় নবনির্মিত এই শহীদ মিনার।
সকাল থেকেই শহীদ মিনার এলাকায় প্রবাসী বাংলাদেশীরা স্লোগান ও ঢাক-ঢোল বাজিয়ে উপস্থিত হতে দেখা যায়। প্রবাসীদের জন্য এমন একটি ঐতিহাসিক কাজ সম্পূর্ণ করতে পেরে তাই আনন্দিত অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন- আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই মাতৃভাষা ও ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই স্মৃতিকে ধরে রাখতে, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে ফ্রান্সের তুলুজ শহরের পর প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণ অত্যন্ত আনন্দের।
প্যারিসের শহীদ মিনার নির্মাণের ব্যয় হয়েছে ৮০ হাজার ইউরো।
শহীদ মিনার নির্মাণ শেষে উপস্থিত অতিথিদের জন্য সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশনের পাশাপাশি দেশের গান গাওয়া হয়। অল্প সময়ের জন্য প্যারিসে বসবাসরত বাংলাদেশীদের কাছে স্থানটি যেন একটুকরো বাংলাদেশে পরিণত হয়।
প্যারিস প্রবাসী বাংলদেশীদের এমন উদ্যগকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিবৃতিতে তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে, বলেন, এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাস বিশ্বদরবারে আরো সমৃদ্ধ হবে।
GIPHY App Key not set. Please check settings