in ,

ফ্রান্সের দুই চলচ্চিত্র উৎসবে ‘আজব কারখানা’

‘আজ কারখানা’র পোস্টারে দুই চরিত্র

ফ্রান্সের প্যারিস ও তুলুসে দুই চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের সিনেমা ‘আজব কারখানা’। শনিবার (৭ অক্টোবর) প্যারিসে সিনেমা ল্যঁ লিংকনে গঁজ স্যুর সেইন ফেস্টিভ্যালে ছবিটির প্রদর্শনীতে অংশ নিচ্ছেন প্রযোজক সামিয়া জামান। চলতি মাসেই তুলুসেও দেখানো হবে এটি।

শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসি অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়া শ্রীলঙ্কার অষ্টম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ডেব্যু সম্মান পেয়েছে ছবিটি।

আরও বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। এরমধ্যে ভারতের কলকাতা, পুনে, বেঙ্গালুরু ও নাগপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সুইজারল্যান্ডের ফিফগ, উত্তর আমেরিকার তাসভির এবং থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লন্ডনের রেইনবো অন্যতম। আগামী বছরের শুরুতেই ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে বলে জানান নির্মাতা।

একজন রকতারকার জীবন ও লোকগানের শিল্পীদের ঘিরে আবর্তিত হয়েছে ‘আজব কারখানা’র ঘটনাচক্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও আছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হালিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলিসহ অনেক লোকজ শিল্পী।

‘আজব কারখানা’র সংগীত পরিচালনায় লাবিক কামাল গৌরব। ছবিটির গান লিখেছেন কবি হেলাল হাফিজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings