আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ মিশন। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম এই চার ক্রিকেটার। তামিম, শান্ত, হৃদয়ের সঙ্গে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস এই তিন অভিজ্ঞ ব্যাটার। অলরাউন্ডার হিসেবে খেলছেন সাকিব ও মেহেদী হাসান মিরাজ। শরীফুল, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান-একাদশে আছেন এই তিন পেসার।
অন্যদিকে রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান-আফগানিস্তানের একাদশে আছেন তিন স্পিনার। পাশাপাশি আছেন ফজলহক ফারুকি, নাভিন উল হক, আজমতউল্লাহ ওমরজাই এই তিন পেসার। যেখানে এই ম্যাচ দিয়ে ২ বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে ফিরেছেন নাভিন।
বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান
আফগানিস্তানের একাদশ: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি
GIPHY App Key not set. Please check settings