in

আগামী কাল ঢাকা মাতাবে নগর বাউল জেমস

নগর বাউল জেমস

‘বছরের সবচেয়ে বড় কনসার্ট’ শিরোনামে ১৫ সেপ্টেম্বর হয়ে গেল ইটিসি ইভেন্টস লিমিটেড আয়োজিত ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’ কনসার্ট। যেখানে দেশের আটটি ব্যান্ড পারফর্ম করে। কনসার্টের মূল আকর্ষণ ছিলেন নগরবাউলের জেমস। এবার আরও একটি কনসার্টের হেডলাইনার হচ্ছেন তিনি। কনসার্টের শিরোনাম ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’।

নয়টি ব্যান্ডের উপস্থিতিতে ৫ অক্টোবর কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে হাইব্রিড এক্সপেরিয়েন্স ইভেন্টস। কনসার্ট আয়োজক কমিটির পক্ষ থেকে সোহান বলেন, ‘আমরা দেশের ব্যান্ড মিউজিক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আমরা চাই এ দেশের ব্যান্ডসংগীত আরও বেশি সমৃদ্ধ হোক। নতুন প্রজন্মের কাছে আমাদের ব্যান্ডসংগীত আরও বেশি জনপ্রিয়তা পাক। সেই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর অসংখ্য কনসার্টের আয়োজন করেছি দেশের ব্যান্ড শ্রোতাদের জন্য। তাই এবার আমরা আয়োজন করতে যাচ্ছি দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২ শিরোনামে নতুন আরেকটি কনসার্ট। যেখানে দেশের জনপ্রিয় নয়টি ব্যান্ড পারফর্ম করবে।’

কনসার্টটি ৫ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হলে অনুষ্ঠিত হবে। দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২ কনসার্ট নিয়ে ক্রিপটিক ফেইটের দলনেতা ও ভোকালিস্ট চৌধুরী ফজলে সাকিব বলেন, ‘২০২৩ সাল দেশের ব্যান্ডসংগীত ভক্তদের জন্য অসাধারণ একটি বছর। এ বছর অসংখ্য কনসার্ট তারা আয়োজকদের থেকে উপহার পেয়েছেন। এতে আমাদের ঘুমিয়ে পড়া ব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য যেমন নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, তেমনই দেশের তরুণ ব্যান্ডভক্তদের জন্য উৎসবে পরিণত হয়েছে। আমার জানা মতে প্রতিটি কনসার্ট হাউসফুল হয়েছে। অনেক দর্শক টিকিট না পেয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। এটি অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য সম্ভাবনার বার্তা দিচ্ছে। এভাবে কনসার্টের আয়োজন করা গেলে দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে তরুণরাও কাজ করতে উৎসাহ পাবে বলে আমি মনে করি। এ ছাড়া ৫ অক্টোবরের আয়োজন দেখতে সবাইকে আসার জন্য অনুরোধ থাকবে। কারণ ক্রিপটিক ফেইট ছাড়া আরও আট ব্যান্ড সেদিন পারফর্ম করবে। আর সবচেয়ে বড় বিষয় জেমস ভাই গাইবেন। যার গান শুনতে আমি নিজে মঞ্চের সামনে উপস্থিত থাকব।’

দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২ কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড বে অব বেঙ্গল। ব্যান্ডটির দলনেতা বখতিয়ার হোসেন বলেন, ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২ কনসার্টে আমরা থাকছি। আমাদের জন্য এটি গর্বের। দেশের জনপ্রিয় আটটি ব্যান্ডের সঙ্গে আমরাও পারফর্ম করছি। কারণ আমাদের সেভাবে খুব একটা কনসার্ট করা হয় না। করা হলেও জেমস ভাইয়ের সঙ্গে একই শোতে আমাদের পারফর্ম করার সুযোগ হয় না। এবার হচ্ছে তাই আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। যারা এ আয়োজনে আমাদের যুক্ত করেছেন তাদের ধন্যবাদ। আশা করছি আগত দর্শককে আমরা মুগ্ধ করতে পারব।’

৫ অক্টোবর কনসার্টে তিন ধরনের টিকিট রাখা হয়েছে। সর্বনিম্ন টিকিট মূল্য ৬০০ টাকা। এরপর ভিআইপি টিকিটের মূল্য ধরা হয়েছে ১২০০ টাকা ও অল অ্যাক্সেস টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা। আগত শ্রোতাদের জন্য দুপুর ২টায় গেট খুলে দেওয়া হবে। কনসার্ট চলেব রাত ১০টা অবধি। নিরাপত্তার কারণে কনসার্টস্থলে নিয়ম মেনে সবাইকে প্রবেশ করতে হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

নগরবাউল জেমসকে প্রধান আকর্ষণ রেখে কনসার্টে আরও যেসব ব্যান্ড থাকবে তাদের তালিকা : আর্টসেল, ক্রিপটিক ফেইট, অ্যাভয়েড রাফা, ইন্ডালো, বে অব বেঙ্গল, স্বপ্নীল ম্যাথড, ক্লিপ্সো ও ক্রাঞ্চ ব্যান্ড।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings