in

অক্ষরের চোটে কপাল খুলছে অশ্বিনের

রবিচন্দ্রন অশ্বিন

কারও সর্বনাশ, কারও পৌষ মাস— বাংলার বহুল প্রচলিত প্রবাদটির রূপ পেতে যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল ইস্যুতে। কদিন আগে দেওয়া ভারতের বিশ্বকাপ দলে নেই অশ্বিন। ঘরের মাঠের বিশ্বকাপে দলে জায়গা না পাওয়ায় আক্ষেপও করছিলেন। সেই আক্ষেপ এবার মিটতে পারে, অশ্বিন আসতে পারেন রোহিত শর্মাদের বিশ্বকাপ দলে।

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর তেমনই ইঙ্গিত দিয়েছেন ভারতের অধিনায়ক। অক্ষরের চোটের আপডেট জানানোর সময় রোহিত জানিয়েছে, দলের ভাবনায় আছেন অভিজ্ঞ অফস্পিনার অশ্বিন। তার সঙ্গে ব্যক্তিগতভাবেও যোগাযোগ আছে রোহিতের। কথা হয়েছে ফোনে।

অক্ষরের চোট সারতে সপ্তাহ বা এর বেশি লাগতে পারে জানিয়ে রোহিত বলেন, ‘মনে হচ্ছে অক্ষরের সেরে উঠতে এক সপ্তাহ থেকে ১০ দিন লাগতে পারে। কীভাবে চোট সেরে ওঠে, সেদিকে নজর রাখতে হবে আমাদের। কেউ-কেউ তাড়াতাড়ি সেরে ওঠে। আমি আশা করব যে ওর ক্ষেত্রেও সেটা হবে। আমি নিশ্চিত নই যে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি ম্যাচে ও খেলতে পারবে কিনা। তবে আমাদের অপেক্ষা করতে হবে।

অশ্বিন দলে ফিরলে ভারতের জন্য ভালো হবে বলে মনে করেন রোহিত, ‘স্পিনিং অলরাউন্ডারদের কথা বললে, প্রত্যেকেই চিন্তাভাবনায় রয়েছে। অশ্বিনও রয়েছে। ওর সঙ্গে ফোনে কথা হচ্ছিল। বিশ্বকাপের নকশায় খুব ভাল মতোই রয়েছে। ওয়াশিও (ওয়াশিংটন সুন্দর) তাই। আমরা চাই এমন ক্রিকেটার যে ব্যাটে ও বলে কাজটা করতে পারবে। অক্ষরের চোটটা অনেকটা রাতে লেগেছিল। আমাদের ফোন করে দেখতে হয়েছিল কে কোথায় রয়েছে.

দুদিন আগে অবশ্য ‘বিশ্বকাপ দলে ঢুকতে পারবেন?’ এমন প্রশ্নে বেজায় চটেছিলেন খোদ অশ্বিন। একরাশ ক্ষোভ উগড়ে তারকা স্পিনার বলেছিলেন, ‘আমি এভাবে কোনও জিনিস নিয়ে ভাবি না, কারণ দলগঠন তৈরি করাটা আমার কাজ নয়। আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি যেটা আমার হাতে নেই সেসব নিয়ে  ভাবব না। জীবন ও ক্রিকেট নিয়ে বর্তমানে ভাল জায়গায় আছি এবং নেগেটিভিটিকে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করছি।’

অধিনায়কের এমন ইঙ্গিতের পর অশ্বিন এবার নিশ্চয় খানিকটা খুশি হবেন, হয়ত ঘরের মাটিতে বিশ্বকাপে ভারতের হয়ে মাঠেও নামবেন তারকা অলরাউন্ডার!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings