অস্ট্রেলিয়ার শত বছরের পুরোনো কানতাস এয়ারওয়েজ লিমিটেড করোনা মহামারি চলাকালে অবৈধভাবে ১ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করেছে বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
আদালত সর্বসম্মতিক্রমে বলেছেন, ২০২০ সালের নভেম্বরে ১০টি বিমানবন্দরে কানতাস বেআইনিভাবে এসব কর্মীদের ছাঁটাই করেছিল। এর মাধ্যমে কানতাস কর্মীদের অধিকার রক্ষায় অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক আইন লঙ্ঘন করেছে।
কানতাস ওই কর্মীদের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়েছিল। কোভিডের সময় প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও তাঁদের ছাঁটাই করে কানতাস। এ কারণে দুঃখপ্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
করোনা মহামারির সময় অস্ট্রেলিয়া তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল। এতে সব ধরনের ব্যবসা হ্রাস পেয়েছিল। ঠিক এমন সময় এয়ারলাইনসটি দেশজুড়ে বিমানবন্দরের লাগেজ হ্যান্ডলার ও পরিচ্ছন্নতাকর্মীদের ছাঁটাই করে।
আজ বুধবার কানতাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা শুরু থেকেই বলেছি, আউটসোর্সিং সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত সবার ওপর ব্যক্তিগত প্রভাবের জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
আদালত সর্বসম্মতিক্রমে বলেছেন, ২০২০ সালের নভেম্বরে ১০টি বিমানবন্দরে কানতাস বেআইনিভাবে এসব কর্মীদের ছাঁটাই করেছিল। এর মাধ্যমে কানতাস কর্মীদের অধিকার রক্ষায় অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক আইন লঙ্ঘন করেছে।
অস্ট্রেলিয়ার হাইকোর্ট বলেছেন, যদিও কানতাসের এ সিদ্ধান্তের সঙ্গে কিছুটা বাণিজ্যিক কারণ ছিল। তারপরও কর্মীদের সুরক্ষিত ও দর–কষাকষির অধিকার থেকে তারা বঞ্চিত করেছিল।
মামলার সঙ্গে জড়িত শ্রমিক ইউনিয়ন ও শ্রমিকেরা এই রায়কে তাঁদের ‘বিশাল জয়’ হিসেবে আখ্যা দিয়েছেন।
GIPHY App Key not set. Please check settings