
আন্তর্জাতিক ডেস্ক:
পর্তুগালের রাজধানী লিসবনের উপকূলীয় এলাকা কোস্তা দা কাপারিকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শামিম আহমেদ (প্রায় ৪০), এক বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রাত (২৮ অক্টোবর ২০২৫) স্থানীয় সময় রাতের দিকে। পুলিশ ও স্থানীয় প্রবাসীদের বরাতে জানা গেছে, প্রতিদিন তিনি কাজে সাইকেলে যাতায়াত করতেন সেই সাইকেল এক আফ্রিকান চোর চুরি করে নেওয়ার সময় বাধা দিলে চোর তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। চাকুর আগাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত শামিম আহমেদের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। তিনি কয়েক বছর ধরে পর্তুগালে বসবাস করছিলেন এবং একটি রেস্টুরেন্টে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন বলে প্রবাসী বাংলাদেশিরা জানান।
ঘটনার পর পর্তুগিজ পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং দ্রুত বিচার ও নিরাপত্তা বৃদ্ধির দাবিও উঠেছে।
নিহত শামিম আহমেদের মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে প্রবাসী সূত্রে জানা গেছে।
GIPHY App Key not set. Please check settings