
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার কালকিনি থানার প্রভাবশালী সিডিখান ইউনিয়নে মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিডিখান ইউনিয়ন পরিষদের উদ্যোগে সিডিখান মোক্তার হাট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিখানের কৃতি সন্তান পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম মামুন, এডিসি মশিউর রহমান মানিক, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা আসাদুজ্জামান পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী শামিম হাওলাদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল মান্নান, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, বর্তমান ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুর হাওলাদার, সমাজসেবক মাওলানা কাউসার কবিরাজ, আরু খান, ইউনিয়ন পরিষদ সচিব গোলাম মাওলানা হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ঢালী, এইচ এম সিরাজুল ইসলাম, মাওলানা সেলিম মিয়া, ঝিলু মিয়া খান, জাকির ফকির, সোবহান সিকদার, বোরহান উদ্দিন, খোরশেদ আলম, ইউপি সদস্য মইনউদ্দিন মোল্লা, আল মামুন, আবুল হাসান, বি এম রিয়াজ প্রমুখ সহ ইউনিয়ন এর প্রায় সকল দল মতের গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু হাওলাদার এবং সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার আবুল খায়ের মোল্লা।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইউনিয়নে রাজনৈতিক সহিংসতা না থাকলেও বর্তমানে মাদক ও জুয়ার ভয়াবহ বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। এতে কিশোর-যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ আসক্ত হয়ে পড়ছে, যার ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, এ সমস্যার সমাধানে রাজনৈতিক ভিন্নতা ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা সবাই ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। এছাড়াও যাতে ভবিষ্যতে সবাই যার যার মতো রাজনীতি করতে পারে এবং নির্বাচনের সময় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এ বিষয়ে সবাই একমত পোষণ করেন। বক্তারা আরও বলেন অতীতে ইউনিয়নে যে রাজনৈতিক বিশৃঙ্খলা ছিলো তা যেন আর ফিরে না আসে।
আলোচনা সভায় ইউনিয়নের শিক্ষক, যুবক, মুরুব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আংশগ্রহন করেন। উপস্থিত সবাই মাদক ও জুয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
GIPHY App Key not set. Please check settings