in

ফ্রান্সে বাংলাদেশ যুবদলের আংশিক কমিটি ঘোষণা

ফ্রান্স প্রতিনিধি:

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মালেক এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আব্দুল কুদ্দুস। এছাড়া সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম ছায়েম।

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ আংশিক কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় যুবদল সূত্রে জানা গেছে, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ফ্রান্স যুবদল কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে নিয়ে একযোগে কাজ করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings