
ফ্রান্স প্রতিদিন: ১৫ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স (বিএসএফ) ফ্রান্সের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও এলামনাইদের সমন্বয়ে ২০২৫–২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুল আলম সবুজ, যিনি সায়েন্স-পো থেকে কর্পোরেট স্ট্র্যাটেজিতে মাস্টার্স করেছেন। সহ-সভাপতির দায়িত্বে থাকছেন নূর জাহান শরীফা পূর্ণতা, যিনি বর্তমানে আইএফএ প্যারিসে ফ্যাশন ডিজাইনে ব্যাচেলর করছেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন তোফাজ্জল হোসেন রাসেল, যিনি এসিলভ-এ সাইবার রেজিলিয়েন্সে মাস্টার্স করছেন। মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন চৌধুরী আল ফারাবী, যিনি সরবোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে বর্তমানে প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে মাস্টার্স করছেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন ঢালিয়া নিশাত, যিনি সরবোন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী। কোষাধ্যক্ষ হিসেবে কাজ করবেন সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন, যিনি গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্পন্ন করার পর বর্তমানে এসিলভ-এ সাইবারসিকিউরিটি ও ক্লাউড কম্পিউটিংয়ে মাস্টার্স করছেন।

কার্যনির্বাহী কমিটিতে প্রশাসন, পরিকল্পনা, তথ্যপ্রযুক্তি, অনুষ্ঠান, আউটরিচ, শিক্ষা ও ছাত্রকল্যাণবিষয়ক সচিব এবং ডেপুটি সচিবদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে সরবোন বিশ্ববিদ্যালয়, প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়, সায়েন্স-পো, এপিটা, গ্রেনোবল আল্পস বিশ্ববিদ্যালয়, প্যারিস ননতের বিশ্ববিদ্যালয় এবং বোর্গোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে বিএসএফ ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, ইন্টার্নশিপ, ভিসা সংক্রান্ত নির্দেশনা এবং ফরাসি সমাজে একীভূত হওয়ার ব্যাপারে সহায়তা প্রদান করে আসছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএসএফ প্যারিসে আইফেল টাওয়ারের নিকট বীর হাকিম ব্রিজ, রিপাবলিক চত্বর, বাস্তিল চত্বর এবং নেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে, যা লিবারেশন এবং ওয়েস্ট-ফ্রান্সসহ প্রধান ফরাসি গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।
নবগঠিত কার্যনির্বাহী কমিটি ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া, আউটরিচ ও সাংস্কৃতিক কার্যক্রমের পরিসর বাড়ানো এবং ফ্রান্স ও ইউরোপজুড়ে বিশ্ববিদ্যালয়, পেশাজীবী সংস্থা এবং বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে।
GIPHY App Key not set. Please check settings