
২৯ জুলাই ২০২৫
বর্তমান সময়ে প্যারিসে কিছু সংগঠন , সাংবাদিক নামধারি ফ্যাসিবাদী, ব্যক্তি গোষ্ঠী যেভাবে সাহিত্য, সংস্কৃতি, ও বইমেলার নামে নানা আয়োজন করছে, তা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদের বিষয় হয়ে উঠেছে। এই আয়োজনগুলো এমন এক সময়ে সংগঠিত হচ্ছে , এই জুলাই ও আগস্ট মাসে, যখন বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এক নির্মম গণহত্যা ও রাষ্ট্রীয় দমন-পীড়নের ঘটনা ঘটিয়েছে গত বছর। এই সময়টিতে যারা বাংলাদেশের মানুষদের পাশে দাঁড়ানো উচিত ছিল, তারা ফ্যাসিবাদী সরকারের পাশে দাঁড়িয়ে নীরবতা পালন করেছে, কিংবা তাদের নৃশংসতাকে হাস্যরস ও উৎসবের আবহে ধামাচাপা দিয়েছে।
জুলাই-আগস্ট মাসটি বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত, যন্ত্রণাবিদ্ধ ও প্রতিরোধের সময়। এই সময়ে শহীদদের স্মরণে ও প্রতিবাদে প্যারিসে যে কোনো বাংলাদেশ সংক্রান্ত আয়োজনের ন্যূনতম নৈতিক দায়িত্ব হওয়া উচিত ছিল প্রতিরোধের পক্ষে অবস্থান, গণহত্যার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ এবং শহীদদের স্মরণে একাত্মতা। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এই সময়টিকেই ব্যবহার করে কিছু সুবিধাভোগী, বিচ্ছিন্ন ও সুবিধান্বেষী মহল ফ্যাসিবাদী নেতৃত্বের পুনঃপ্রতিষ্ঠা এবং নিজেদের সামাজিক অবস্থান দৃঢ় করতে মরিয়া হয়ে উঠেছে।
বাংলাদেশের কিছু প্রকাশনা সংস্থা, সংস্কৃতি কর্মী এবং কিছু প্রবাসী ‘সুধী’ শ্রেণি আজ প্যারিসের মাটিতে সেই ফ্যাসিবাদী নেটওয়ার্কেরই অংশ হয়ে উঠেছে—যারা একবারের জন্যও হাসিনা সরকারের বর্বরতা নিয়ে নিন্দা প্রকাশ করেনি, বরং বইমেলার নামে, ‘নানা সাংস্কৃতিক আয়োজনের নামে, নান ছদ্মাবরণে এক ভয়াবহ নৈতিক বিশ্বাসঘাতকতা করছে।
আমি আবু জুবায়ের, স্পষ্টভাবে জানাচ্ছি—এই সকল আয়োজন ফ্যাসিবাদকে সামাজিক বৈধতা দেওয়ার কৌশলমাত্র। এই আয়োজনগুলো কোনোভাবেই ‘নিরপেক্ষ’ বা ‘সাংস্কৃতিক’ নয়। এগুলো পরিকল্পিতভাবে প্রতিরোধ ও প্রতিবাদের চেতনাকে ধ্বংস করার আয়োজন।
আমি বাংলাদেশ সরকার, ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীদের উদাত্ত আহ্বান জানাচ্ছি—এই ফ্যাসিবাদপুষ্ট সাংস্কৃতিক আয়োজনগুলোতে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা, অংশগ্রহণ বা মৌন সমর্থন দেওয়া থেকে বিরত থাকুন। আপনি যদি মানবতা, গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণের পাশে থাকেন, তাহলে এই বিভ্রান্তিমূলক তৎপরতার বিরুদ্ধেই আপনাকে অবস্থান নিতে হবে।
আসুন, আমরা সবাই মিলে এই সাংস্কৃতিক ফ্যাসিবাদের মুখোশ খুলে দিই।
বাংলাদেশের রক্তাক্ত ইতিহাসের প্রতি দায়িত্ব পালন করি।
আবু জুবায়ের, ২৯ জুলাই ২০২৫
GIPHY App Key not set. Please check settings